কক্সবাজার শহরের একটি হোটেলে সৌরভ সিকদার নামে এক যুবক স্ত্রীর সামনে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। গতকাল সোমবার সাড়ে রাত ৯টার দিকে শহরের ওয়ার্ল্ড বিচ হোটেলে ৭১৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
সৌরভ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং গ্রামের হাসান সিকদারের ছেলে। তিনি ঢাকার পান্থপথ এলাকায় বাস করতেন। প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর আনিকা তাসনিম নামে এক নারীকে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে গত ১৬ জুলাই থেকে সৌরভ ওই হোটেলে অবস্থান করছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, আত্মহত্যার চেষ্টাকালে রশি ছিঁড়ে পড়ে গিয়ে ওই যুবক আহত হন। ৯৯৯-নম্বরে কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে স্ত্রী ও হোটেল সংশ্লিষ্টদের নজরে রাখা হয়েছে।
স্ত্রীর বরাত দিয়ে ওসি আরও জানান, দ্বিতীয় বিয়ে করায় পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল সৌরভের। এ নিয়ে বাড়ির কারও সঙ্গে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস লাগাতে পারেন তিনি।
Copyright © 2022 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics