• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৪৩

সেনবাগ উপজেলা ইউএইচএফপিওকে গাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী বাড়বে স্বাস্থ্যসেবা

12 April, 2020 PM 1:51 ১৩৫ বার দেখা হয়েছে

নোয়াখালী থেকে সারোয়ার হোসাইন: সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে গেল ১০ এপ্রিল স্বাস্থ্য বিভাগ থেকে একটি গাড়ি উপহার দেয়া হয়েছে বলে জানান উপজেলাটির স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান চৌধুরী। এসময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহামারী করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা সহ এ গাড়িটি দ্বারা ভবিষ্যতেও স্বাস্থ্যসেবায় প্রকট উপকারিতা আশা করা যায় বলে জানান ।

এসময় তিনি মহামারী করোনা নিয়ে সরকারের প্রত্যেকটি পদক্ষেপকে স্বাগত জানান এবং সকলকে সরকারের প্রতিটি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। জানা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রত্যেকটি উপজেলায় স্বাস্থ্যসেবা বাড়ানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রধান কর্মকর্তাদেরকে দেয়া হচ্ছে এই গাড়ি গুলি।

বর্ণ টিভি