• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৫০

করোনায় আখাউড়ায় মা-মেয়েসহ ৩ নারী আক্রান্ত

11 April, 2020 PM 2:41 ১৪৩ বার দেখা হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা তিন জন
মহিলা। আক্রান্তদের মধ্যে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামের বাসিন্দা মা ও মেয়ে। অন্যজন উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের বাসিন্দা এক নারী।

শনিবার (১১এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের নারায়ণগঞ্জের লিঙ্কে সংক্রমিত বলে ধারণা করছেন জেলা সিভিল সার্জন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন,৭ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। ৮ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্য তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।

তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত ওই তিন নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের
আইসোলেশনে নিয়া যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

বর্ণ টিভি