• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:০১

করোনায় তাবলিগ চিল্লা থেকে ফেরা সদস্য আক্রান্ত

10 April, 2020 PM 1:11 ২০২ বার দেখা হয়েছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হরগোবিন্দ সরকার অনুপ জানান, উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্লা গ্রামের এই বাসিন্দা আক্রান্ত হওয়ার খবর তারা বৃহস্পতিবার রাত ১টার দিকে জানতে পেরেছেন।

এর আগেও এ উপজেলায় এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন।

চিকিৎসক অনুপ বর্ণ টিভিকে  বলেন, তাবলিগ জামাতের এই সদস্য সম্প্রতি চিল্লা থেকে ফিরেছেন। উপসর্গ দেখা দিলে বুধবার ওই এলাকার তিনজনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠান তারা। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকার উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

চিকিৎসক অনুপ বলেন, আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে এলাকাটি পর্যবেক্ষণ করা হবে। তার পরিবারসহ আশপাশের কয়েকটি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখার দরকার হতে পারে। এছাড়া এলাকাটি অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ৩১ মার্চ নবাবগঞ্জ উপজেলায় বাহ্রা ইউনিয়নে সৌদি আরব থেকে আসা ৪৭ বছর বয়সী এক ব্যক্তি আকান্ত হন। তার পরিবারসহ আরও বারোটি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। তাদের মধ্যে ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। কেউ আক্রান্ত হয়নি বলে জানান চিকিৎসক অনুপ।

তিনি বলেন, শুক্রবার তাবলিগ জামাতের সদস্যের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

বর্ণ টিভি