পালিয়ে যাওয়ার ৩ দিন পার হয়ে গেলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি পালং মডেল থানা পুলিশ। তবে পুলিশ বলছেন পলাতক ওই আসামীকে গ্রেপ্তারের জোর চেস্টা অব্যাহত আছে। পলাতক আসামী অমিত কর্মকার (২৫) শরীয়তপুর সদর উপজেলার উত্তর পালং গ্রামের রতন কর্মকারের ছেলে।
৩ এপ্রিল রাত পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশ জানতে পারে জেলা শহরের রাজগঞ্জ ব্রীজ এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছে। এ সময় পুলিশ ওই ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে অমিত কর্মকার ও কাউছার নামে দুই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদেকে আটক করে। হাতকরা পড়িয়ে আটকৃতদের দোকান থেকে বের করে কনেস্টেবল মাসুদ মোল্যা রানার হেফাজতে রাখা হয়।
এ সময় কনেস্টেবল মাসুদ মোল্যা রানাকে ধাক্কা মেরে আসামী অমিত কর্মকার হাতকড়া নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল আলম পাটোয়ারী বাদি হয়ে পালং মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর তিন দিন অতিবাহিত হলেও পলাতক ওই আসামিকে পালং মডেল থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics