আখাউড়ায় করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
21 March, 2020 PM 1:27
২৬৯ বার দেখা হয়েছে
আখাউড়া থেকে অমিত হাসান অপু: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ মার্চ শুক্রবার বিকেলে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন তিনটি স্কাউট গ্রুপ এই গুলো হলো সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ, গ্রুপ শহীদ সিদ্দিক মুক্ত স্কাউট গ্রুপ ও হলি চাইল্ড রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সকল রোভার স্কাউট দল। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন,সড়ক বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় তারা এ লিফলেট বিতরণ করেন।
সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক রাকিব হাসান বর্ণ টিভির প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস সারা বিশ্ববাসিকে ভাবিয়ে তুলেছে। এটি এমন একটি রোগ যা থেকে বাঁচা দুঃসাধ্য, এটি বায়ু বাহিত রোগ যা বাতাসের মাধ্যমে ছড়াই। এ থেকে মুক্তি পাওয়ার জন্য সাবান হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়ে আমরা মাঝে জনসচেতনতা মূলক এই লিফলেট বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস এর সহকারী কমিশনার জনাব আব্দুল মমিন বাবুল, জেলা সম্পাদক জনাব আহসান কবির লিটন, জেলার সাবেক স্কাউট লিডার এ আই সম্রাট খাদেম প্রমুখ।