মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন।
এ উপলক্ষে বছরব্যাপী দেশে-বিদেশে নানা কর্মসূচি উদযাপনেরও উদ্যোগ নেওয়া হয়। তবে প্রাণঘাতী ভাইরাস করোনা (কোভিড-১৯) ছড়িয়ে পড়ায় মুজিববর্ষের অনুষ্ঠানমালা সীমিত করে পুনর্নিধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৬টায় রাষ্ট্রীয় সম্মাননার সাথে ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ৩ আসনের এমপি র আ ম উবাদুল মোক্তাদির চৌধুরীর উপস্থিতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ,মুক্তিযুদ্ধ সংসদ, যুবলীগ,জেলা-শহর-কলেজ ছাত্রলীগ সহ বিভিন্ন সামজিক,রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংগঠনের পক্ষ হতে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics