• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৫৯

লাল শাড়ি জড়ানো শরীরটাতে শুধু প্রাণটাই নেই

9 March, 2020 AM 10:51 ৩২২ বার দেখা হয়েছে

গত শুক্রবার সন্ধ্যার পর বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় শহরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

তিনি নববধূ সুইটি খাতুন। আজসোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শাড়ি–গয়না পরা নববধূর লাশটি ভেসে ওঠে। গত শুক্রবার রাতে নৌকাডুবির পর থেকেই তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল।

এ নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত নয়জনের লাশ উদ্ধার করা হলো। দুটি নৌকার ৪১ জন যাত্রীর মধ্যে আজ নববধূর লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সবার লাশ পাওয়া গেল।

বর্ণ টিভি