• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:১৯

কমলগঞ্জে যুবলীগের বই বিতরণ

8 March, 2020 PM 10:59 ২৭৬ বার দেখা হয়েছে
মাইদুল হাসান রিপনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীদের মধ্যে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী ” বই বিতরণ করা হয়। রবিবার (৮মার্চ) সন্ধ্যা ৬টায় পৌর মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.রিয়াজ উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি মো.মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক  শায়েক আহমেদ
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বিধান রঞ্জন পাল, জহির আলম নান্নু,মঈনুল ইসলাম খান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য,শ্যামল পাল, মো.আবুল কালাম,নুরুল ইসলাম ইলিয়াস,আলাল আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুকে জানতে হলে, বুঝতে হলে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবনী” বইটি পড়ার আহ্বান জানান।অনুষ্ঠানের শেষে সকল সদস্যদের মধ্যে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী “বইটি তুলে অতিথিরা।
বর্ণ টিভি