• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:০৮

ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

14 April, 2020 PM 9:02 ১৪৫ বার দেখা হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দ বাজার গ্রামে।

ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রায়হান আবেদীন ওরফে জাইদুল (১৯) ওই ছাত্রীর প্রতিবেশী। এ সুযোগে সে প্রায় সময় ওই ছাত্রীর বাড়িতে যাতায়াত করত। রবিবার রাত ১১টার দিকে বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। এ সময় ছাত্রীর চিৎকারে তার মা এগিয়ে এলে জাইদুল পালিয়ে যায়।

পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই জাইদুলকে আটক করে। আটক জাইদুল কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক জাইদুলকে মঙ্গলবার দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

বর্ণ টিভি