টাঙ্গাইল থেকে আশিক ইমরানঃ প্রতিনিধি টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির কাকরাজান ইউনিয়নের ডিলার আরিফ সরকারের (৩৪) বিরুদ্ধে চাল বিতরণে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। সোমবার এ অভিযোগের ভিত্তিতে তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করেছে উপজেলা খাদ্য বিভাগ। আরিফ সরকার উপজেলার কাকরাজান ইউনিয়নের সাপিয়াচালা গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। অভিযোগে জানা যায়, এ কর্মসূচির আওতায় ইউনিয়নে তিনটি ডিলার নিযুক্ত করে উপজেলা প্রশাসন। যার একটি ডিলারশিপ বরাদ্দ পান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার। প্রতিজন ডিলার ১০ টাকা কেজি দরে পাওয়া ১৫ টন চাল ৫শ জন কার্ডধারী গ্রাহকের কাছের বিক্রি করবেন বলে বরাদ্দ পান।
তবে ওই ডিলারশিপধারী আরিফ সরকার তা গ্রাহকের মাঝে ঠিকভাবে বণ্টন না করে সমপরিমাণ টাকা দেয়ার প্রস্তাব দেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রাহকের সাথে খারাব ব্যবহার করায়, এতে ওই চালবঞ্চিত গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উপজেলা খাদ্য বিভাগে অভিযোগ করেন ।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics