• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৫১

সেনবাগে সাংবাদিককে হত্যার হুমকি

12 April, 2020 PM 3:07 ৬১০ বার দেখা হয়েছে
নোয়াখালী থেকে সারোয়ার হোসাইনঃ নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বর্তমান পরিস্থিতিতে নোয়াখালীকে লকডাউন করার নির্দেশনা প্রদান করেন। আর তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে আসা দুইটি কয়লার ট্রাক কে, কোথায় থেকে এসেছেন এবং কোথায় যাবেন এই মর্মে জিজ্ঞাসাবাদ করলে, ড্রাইভার জানান কয়লার ট্রাক গুলো এসেছে চট্টগ্রাম থেকে এবং যাবে এক নং ছাতারপাইয়া ইউনিয়নে। আর তারেই জের ধরে বর্তমান করানো ভাইরাস প্রতিরোধে নোয়াখালী জেলা প্রশাসক তনময় দাসের লকডাউন প্রধানের বিষয়টি অবগত করেন এবং ড্রাইভার এর কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে ছাতারপাইয়া ইউনিয়ন ব্রিকস ফ্রেন্ড মালিকের সাথে কথা বলে লকডাউন বিষয়টি সম্পর্কে তাকে বুঝিয়ে বলেন এক সংবাদকর্মী। প্রতিউত্তরে তিনি লজ্জিত হয়ে সংবাদকর্মীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে টাকার চেয়ে জীবন মূল্যবান এই বিষয়টি মাথায় রেখে কাজ করবেন বলে জানান।

এই মর্মে তাকে সাবধান সর্তকতা করে গাড়ি দুইটির ড্রাইভারকে চলে যেতে দেয়া হয়। এই ঘটনার প্রায় আধ ঘন্টা পরে বাচ্চু পাটোয়ারী এবং সহদর জাফর পাটোয়ারী সন্ত্রাসী কার্যকলাপের ৮ থেকে ১০ জন ছেলেপুলে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অতর্কিত ভাষায় গালমন্দ সহ মেরে ফেলার, এমনকি গায়েব করে ফেলার হুমকি ধমকি দিতে থাকেন সংবাদকর্মীকে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে মোবাইল কলে যোগাযোগের মাধ্যমে বাচ্চু পাটোয়ারী ক্ষমতার অপব্যবহার সহ, তিনি ঘরে বসেই ইউএনও এবং থানার ওসিকে ম্যানেজ করে আর সংবাদকর্মীরা কোথাকার কোন বালের সাংবাদিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন। তার কথোপকথনের কল রেকর্ডিংটি সাংবাদিকের সংগ্রহে রয়েছে।

উল্লেখ্য যে কয়লার ট্রাকগুলো যাচ্ছিল ছাতারপাইয়া ইউনিয়ন ব্রিকস ফিল্ডে আর বাচ্চু এবং সহদর জাপর পাটোয়ারীর বাবা ব্রিকস ফিল্ড হচ্ছে ৩নং ডুমুরুয়া ইউনিয়নে যেখানে ড্রাইভার এবং মালিক দুজনেই তাদের ভুল স্বীকার করলেন সেখানে বাচ্ছু এবং জাফর পাটোয়ারী লোকজন নিয়ে এসে সাংবাদিকের উপর অতর্কিত ও উশৃংখল এবং গায়েব করে ফেলার হুমকি দেওয়ার অর্থ কি . বিষয়টি নিয়ে সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা।

বর্ণ টিভি