এই মর্মে তাকে সাবধান সর্তকতা করে গাড়ি দুইটির ড্রাইভারকে চলে যেতে দেয়া হয়। এই ঘটনার প্রায় আধ ঘন্টা পরে বাচ্চু পাটোয়ারী এবং সহদর জাফর পাটোয়ারী সন্ত্রাসী কার্যকলাপের ৮ থেকে ১০ জন ছেলেপুলে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অতর্কিত ভাষায় গালমন্দ সহ মেরে ফেলার, এমনকি গায়েব করে ফেলার হুমকি ধমকি দিতে থাকেন সংবাদকর্মীকে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে মোবাইল কলে যোগাযোগের মাধ্যমে বাচ্চু পাটোয়ারী ক্ষমতার অপব্যবহার সহ, তিনি ঘরে বসেই ইউএনও এবং থানার ওসিকে ম্যানেজ করে আর সংবাদকর্মীরা কোথাকার কোন বালের সাংবাদিক বলে তুচ্ছ তাচ্ছিল্য করেন। তার কথোপকথনের কল রেকর্ডিংটি সাংবাদিকের সংগ্রহে রয়েছে।
উল্লেখ্য যে কয়লার ট্রাকগুলো যাচ্ছিল ছাতারপাইয়া ইউনিয়ন ব্রিকস ফিল্ডে আর বাচ্চু এবং সহদর জাপর পাটোয়ারীর বাবা ব্রিকস ফিল্ড হচ্ছে ৩নং ডুমুরুয়া ইউনিয়নে যেখানে ড্রাইভার এবং মালিক দুজনেই তাদের ভুল স্বীকার করলেন সেখানে বাচ্ছু এবং জাফর পাটোয়ারী লোকজন নিয়ে এসে সাংবাদিকের উপর অতর্কিত ও উশৃংখল এবং গায়েব করে ফেলার হুমকি দেওয়ার অর্থ কি . বিষয়টি নিয়ে সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics