• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:২৭

যশোরে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

16 March, 2020 PM 10:41 ১৬৫ বার দেখা হয়েছে

যোশর সমীরঃ  যশোরের শার্শায় ১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ডিহি ইউনিয়নের বেলতা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- জেলার চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের তায়েব দফাদারের ছেলে বিপুল দফাদার (২০) ও ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে জামির হোসেন (২১)। বিজিবি সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হান্নান এর নেতৃত্বে সকালে বেলতা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় একটি প্যাকেটে রক্ষিত ১৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বিপুল দফাদার ও মোশারেফ হোসেনকে আটক করে।

এ ব্যাপারে যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হান্নান ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বর্ণ টিভি