রিয়াদে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
14 July, 2022 AM 1:03
৯৬ বার দেখা হয়েছে
ফকির আল-আমিনঃ সৌদি আরবে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের রিয়াদ শাখার উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।রিয়াদে হোটেল ডিমোরার হলরুমে লোকমান বিন নুর হাসেম এর সভাপতিত্বে মোঃ আলী মুর্তুজা ও মানিক মোল্লার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকরাম ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন, হাজী ফরিদ হোসেন,সালাহ উদ্দিন বাচ্চু ,আব্দুল কাদের ।
বক্তব্য রাখেন, গাজী আনোয়ার হোসেন, নাবিন হোসাইন নাবিন, মিন্টু খান, ইঞ্জিঃ হানিফ খান , সাংবাদিক ফারুক আহমেদ চান, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম , সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক ফকির আল-আমিন প্রমূখ। এসময় তারা বলেন, নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ।
এর আগে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্যে দেন নিজের বলার মত একটা গল্প’র প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ । তিনি বলেন, আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখাই । কিভাবে সমাজের জন্য কাজ করতে হয়।
অনুষ্ঠানে বিভিন্ন কেটাগরি থেকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেয়া হয় উদ্যোক্তাদের হাতে।আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।