স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভায় বাংলাদেশী-আমেরিকান ফারুক হোসেনকে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়। দীর্ঘ ১৯ বছর যাবত দেশটিতে বসবাস করে মূলধারার রাজনীতিতে সরব পদচারণার জন্য ইতোমধ্যে ‘রাইজিং ডেমোক্র্যাট স্টার’ পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া ফারুক হোসেন লেবার শ্রমিক সংগঠন ‘ইউনাইট হেয়ার লোকাল-৫৪’ এর ‘পলিটিক্যাল এ্যাকশন কমিটি’ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আ্যাসাল)’’ এর নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি হিসেবে দক্ষিণ এশীয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সচেষ্ট রয়েছেন। সহ- সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। ফারুক হোসেনের বাড়ী লক্ষ্মীপুর জেলায়।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics