• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৪৭

কুয়েতে করেনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানামুখি পদক্ষেপ নিয়েছে

28 March, 2020 AM 7:54 ২১৩ বার দেখা হয়েছে
কুয়েত থেকে মোহাম্মদ হেবজুঃ কুয়েতে করোনাভাইরাস মোকাবিলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান করোনা বিস্তার রোধে দেশটির সকল সরকারি হাসপাতাল গুলোতে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আংশিক কারফিউ প্রতিদিন ১১ ঘন্টা বিকাল ৫ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত l সভা সমাবেশ ছাড়াও সকল প্রকার সামাজিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। শপিংমল সহ বিনোদন কেন্দ্র গুলো হোটেল গুলোতে খাবার পরিবেশন সম্পুর্ণ নিষিদ্ধ পার্সেল আর হোম ডেলিভারিতেকার্যক্রম চলছে।
শুধু খোলা আছে খাদ্য সামগ্রী সুপারমার্কেট কোঅপারেটিভ সুসাইটি ঔষদের ফার্মেসি পাম্প গ্যাস স্টেশন নাগরিকদের  নিরাপত্তায় গনপরিবহণ পাবলিক ট্রান্সপোর্ট
ওও টেক্সিকেব চলাচল বন্ধ রয়েছে  মসজিদে দিয়ে জামাতে নামাজ আদায়ে হয়েছে নিষেধ এমন পরিস্তিতিতে বড়ধরনের ক্ষতির মুখে পড়ছেন বাংলাদেশী ক্ষুদ্রব্যবসায়ীরা তারা বলছেন প্রতিদিনের খরচ  দোকান ভাড়া কর্মচারীর বেতন আবাসন পরিশোধে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন ।
বর্ণ টিভি