• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:৫০

করোনাভাইরাসের জন্য সৌদি প্রবাসীরা তিনমাসের ইকামা পাবেন বিনা মাশুলে

25 March, 2020 PM 2:07 ৩৬৫ বার দেখা হয়েছে

সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষ জানায়,যাদের ইকামার মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুন ২০২০ এর মধ্যে শেষ হবে তাদের কফিল (স্পন্সর) যদি ফাইনাল এক্সিট (খুরুজ নেহাই) দিয়ে থাকে তাহলে তা কফিল বাতিল করতে পারবে। তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে।

যাদের ইকামার (রেসিডেন্সি পারমিট) মেয়াদ ১৮ মার্চ হতে ৩০ জুন ২০২০, এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরও তিনমাস নবায়ন হবে বিনা মাশুলে।

যাদের কোম্পানি, মোয়াসসাসা বা কফিল ২৫ ফেব্রুয়ারি ২০২০ থেকে ২০ মার্চ ২০২০ তারিখের মধ্যে ছুটি (এক্সিট রিএন্ট্রি ভিসা-খুরুজ আওদা ভিসা) ইস্যু করেছিলো তারা যদি এই সংকটকালে দেশে না গিয়ে থাকেন, তাহলে তাদের ছুটি পুনরায় তিন মাসের জন্য বিনা ফিতে নবায়ন হয়ে যাবে। এই জন্য পাসর্পোট অফিসে যেতে হবে না।

আবার যারা ইতোপূর্বে সৌদি আরবে উমরায় আসার পর দেশে ফিরে যেতে পারেননি তারা আগামী ২৮ মার্চ ২০২০ এর মধ্যে নিচের লিংকে গিয়ে নিজের তথ্য দিতে হবে। তারপর মোবাইলে পরবর্তী আপডেট পাওয়া যাবে।

https://t.co/2LydEZZdJh

তবে যাদের ভিসার মেয়াদ দেশে যাওয়ার পর শেষ হয়ে গিয়েছে এবং তাদের ইকামার মেয়াদ আছে তাদের কফিল/ স্পন্সরগণ নিচের লিংক গিয়ে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন ।https://visa.mofa.gov.sa/ExtendReturnedVisa

বর্ণ টিভি