কুয়েতে করোনাভাইরাসে নতুন আক্রান্ত ১২, মোট ১৮৮ জন
22 March, 2020 PM 9:08
১৬৭ বার দেখা হয়েছে
আজ রবিবার ২২ মার্চ কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনা ভাইরাস আক্রান্তে সনাক্ত হয়েছেন মোট ১৮৮ জন। প্রতিদিনের মতো আজ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ খবর অনুযায়ী ১৮৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন , চিকিত্সারত আছেন ১৫৮ জন এর মধ্যে পাঁচ জন আইসিইউ তে আছেন। এখন পর্যন্ত কোনো মৃতের ঘটনা ঘটেনি। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৪৯ জন। এছাড়াও কুয়েত সরকার করোন ভাইরাস উদ্যেগ সামনে রেখে স্থানীয় সময় বিকেল ৫ টা থেকে সকাল চারটা পর্যন্ত আংশিক কারফিউ জারি করেছে। এ আদেশ ২২/৩ থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে আইন অমান্য করলে তিন বছরের জেল ও দশ হাজার দিনার জরিমানা করা হবে।