• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:২১

ইংরেজি নতুন বছর ২০২০ কে বরণ করে নিলো সৌদি আরব প্রবাসীরা..

2 January, 2020 PM 12:19 ৮০৭ বার দেখা হয়েছে
রিয়াদ প্রতিনিধিঃ  দেখতে দেখতে বিদায় নিলো ২০১৯ সাল, ২০২০ সালে পা দিয়েছে নতুন বছর। মহাকালের আবর্তে পুরোনো বছরকে পেছনে ফেলে শুরু হলো নতুন ইংরেজি বছর। সময়ের পার্থক্য ভেদে রাত ১২টা ১ মিনিটে ক্যালেন্ডারের পাতা উল্টে সারা বিশ্বের মানুষ উৎসব আর আনন্দে বরণ করে নিল ২০২০ সালকে।
গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে বিশ্বের সাথে তাল মিলিয়ে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা আনন্দ উল্লাসে শুরুতেই কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন৷  রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করে একদল তরুণ ব্যবসায়ীদের বাথা ভাই ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব ৷
এই তরুণ ক্রিকেট ক্লাবটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রুমি, মোঃ আঙ্গুর, মোঃ রানা ,  মোঃ দিদার, রানা জুনিয়র, মোঃ ফখরুল, মোঃ রিপন, মোঃ আলাউদ্দিন, মোঃ সোহাগ প্রমূখ৷
 
“হেপি নিউ ইয়ার সেলিব্রেশন 2020” এর আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল “র‍্যাফেল ড্র” দশ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র নেতৃৃৃৃবৃৃন্দ৷
স্থানীয় শিল্পীদের মন মাতানো  নাচ  আর গানে পুরো হল জুড়ে আনন্দে উল্লাসে মেতে উঠে আগত প্রবাসীরা৷
শেষে বিশেষ নৈশ্ব ভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের৷
বর্ণ টিভি