ইংরেজি নতুন বছর ২০২০ কে বরণ করে নিলো সৌদি আরব প্রবাসীরা..
2 January, 2020 PM 12:19
৮০৭ বার দেখা হয়েছে
গত বছরের সকল দুঃখ-বেদনা ভুলে বিশ্বের সাথে তাল মিলিয়ে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা আনন্দ উল্লাসে শুরুতেই কেক কেটে নতুন বছরকে বরণ করে নেন৷ রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করে একদল তরুণ ব্যবসায়ীদের বাথা ভাই ব্রাদার্স নামে একটি ক্রিকেট ক্লাব ৷
এই তরুণ ক্রিকেট ক্লাবটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রুমি, মোঃ আঙ্গুর, মোঃ রানা , মোঃ দিদার, রানা জুনিয়র, মোঃ ফখরুল, মোঃ রিপন, মোঃ আলাউদ্দিন, মোঃ সোহাগ প্রমূখ৷
“হেপি নিউ ইয়ার সেলিব্রেশন 2020” এর আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল “র্যাফেল ড্র” দশ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সিনিয়র নেতৃৃৃৃবৃৃন্দ৷
স্থানীয় শিল্পীদের মন মাতানো নাচ আর গানে পুরো হল জুড়ে আনন্দে উল্লাসে মেতে উঠে আগত প্রবাসীরা৷
শেষে বিশেষ নৈশ্ব ভোজের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের৷