করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি, ভাইরাস বিস্তারের আশঙ্কা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণার কারণে প্রবাসী বাংলাদেশীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ও ২৯শে মার্চ লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন, সম্মেলনের আহ্বায়ক ড. নুরুন নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী ও প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের মিয়া। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সম্মেলনের নেতৃবৃন্দ।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics