• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • রাত ৮:২৬

সৌদি আরব রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

8 March, 2020 AM 4:33 ২৮৯ বার দেখা হয়েছে

সৌদি আরবে স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছর পরও কেন গৃহকর্মী পাঠাতে হবে ‘ এই প্রশ্ন রেখেছেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘কুমিল্লা প্রবাসী সোসাইটি’র উদ্যোগে রিয়াদ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ও কুমিল্লার কৃতিসন্তান ডক্টর আবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এইচ এম আলমগির হোসেন ও আরিফুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় প্রথমে কুরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক রুস্তম খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম। রাষ্ট্রদূত গোলাম মসিহ বলেন, দেশ দুর্নীতিতে ভরে গেছে, দুর্নীতি আজ চরমে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। দুর্নীতিবাজরা দেশে কোটি টাকার এসি গাড়িতে ঘুরে বেড়ায়। দুর্নীতির কারণেই দেশের অবস্থা আজ ভালো নয়। দেশের অবস্থা ভালো হলে দেশের অসহায় নারীদের সৌদি আরবে খাদ্দামার (গৃহকর্মী) কাজ করতে হতো না।

এখানে গৃহকর্মীদের হাজারো সমস্যা। এ সমস্যা আমার স্টাফদের মোকাবেলা করতে হয়। রিয়াদে সেফহোমে মান ইজ্জতের সঙ্গে প্রায় পাঁচশ গৃহকর্মীদের আশ্রয় দিয়েছি। তাদের থাকা খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা দিতে আমাদের কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।  রাষ্ট্রদূত আরও বলেন, “কয়েকদিন আগে নেপাল পার্লামেন্টের ৯ সদস্যের একটি দল আমাদের কাছে এসেছে সৌদি আরবে গৃহকর্মী পাঠাবে কিনা এ পরামর্শ নিতে। নেপালের মতো দেশ সৌদি আরবে গৃহকর্মী পাঠাবে কিনা ভেবে দেখছে, অথচ আমাদের দেশের মেয়েরা এখানে গৃহকর্মীর কাজ করে এটা আমাদের দেশের জন্য লজ্জার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এডাসি জেনারেল ব্রিগেডিয়ার সাঈদ সিদ্দীকী, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আবুল বশির, জামরুল ইসলাম,নূরুল আমিন, রেজাউল করিম,শেখ জামাল, নন্দলাল সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে বিদায়ী অতিথি কে সংবর্ধনা দেওয়া হয়।

বর্ণ টিভি