• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:২৯

বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ বাংলাদেশি

26 April, 2020 PM 11:48 ১৯৮ বার দেখা হয়েছে

অবৈধভাবে বাহরাইন বসবাস করা ১৩৮ শ্রমিক দেশে ফিরেছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দর সূত্র জানা যায়, বাহরাইনে শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। অবৈধভাবে দেশটিতে বসবাস করায় বাহরাইন সরকার তাদের দেশে পাঠিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, বিকেল ৫টা ৪০ মিনিটে বাহরাইন থেকে ১৩৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। যাদের কোভিড-১৯ সার্টিফিকেট নেই, তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

বর্ণ টিভি