• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৫২

২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৪১৪ জন মৃত্যু ৭ জনের।

23 April, 2020 PM 3:29 ১৬৫ বার দেখা হয়েছে

কোভিড-১৯ রোগেশনাক্তের সংখ্যা বেড়েছে, কমেছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৪ জন এবং মারা গেছেন ৭ জন। আরোগ্য লাভ করেছেন ১৬ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ১৮৬ জন। মৃত্যুবরণ করেছে গত ২৪ ঘণ্টায় ৭ জন। মোট মৃত্যুবরণ করেছে ১২৭ জন। আরোগ্য লাভ করেছে ১৬ জন। মোট আরোগ্য লাভ করেছে ১০৮ জন।

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩৯০ জন, মৃত্যু হয় ১০ জনের। তার আগের দিন মঙ্গলবার শনাক্ত হয় ৪৩৪, মৃত্যু হয় ৯ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

বর্ণ টিভি