সৌদিআরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় জব্বার আলী নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে৷
নিহত জব্বার আলী(৩৫) সখিপুর টাংগাইলের মৃত জয়নাল ফকিরের ছেলে।
জানাযায়,বুধবার(৮জানুয়ারী) স্থানীয় সময় সকাল ১০ টায় কাজে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
তিনি মক্কায় সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন।দেশে তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
নিহতের মরদেহ মক্কার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics