সোমবার ডিবিসি টিভির টকশোতে এম এ মান্নান আরো বলেন, দেশে খাদ্যের কোনো সমস্যা নেই। প্রচুর খাদ্য মজুত রয়েছে। মাঠে পর্যাপ্ত ফসল পড়ে রয়েছে। কেউ না খেয়ে মারা যাবে না, ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া হবে।
তিনি বলেন, ঋণ দেয়ার ব্যাপারে সব ধরণের সক্ষমতা আছে। টাকার বিষয়ে কোনো সমস্যা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থাপনা, সততা আর সমন্বয়ের অভাবে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমাধানের চেষ্টা চলছে।
মন্ত্রী আরো বলেন, ঋণ খেলাপিরা লোন নিতে পারবে না। তারল্যের যে সংকট ছিলো তা কেটে গেছে। সুতরাং কোনো সমস্যা হবে না। সরকার বড় অংকের ভর্তুকি দিচ্ছে। ব্যাংকের লোনফান্ড ভীতির কোনো কারণ নেই।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics