আলআমিন ভূঁইয়া : নদীর বিভিন্ন পয়েন্টে জনসমাগম রোধ এবং যথার্থভাবে লকডাউন রক্ষায় নজরদারি বৃদ্ধির জন্য শনিবার সকালে জাহাজগুলো মোতায়েন করা হয়। বেলা ১১টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নৌ পুলিশের ব্যানার সম্বলিত তিনটি জাহাজ ছেড়ে যায়।
নৌ পুলিশের অতিরিক্ত প্লুশি সুপার (ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়া) ফরিদা পারভীন বলেন, ডিআইজি মো. আতিকুল ইসলামের নির্দেশে জাহাজগুলো মোতায়েন করা হয়। ছেড়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে এসি মো. আনিসুর রহমানের তত্ত¡াবধানে জামাল-১, এসি মো. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে গাজী ৪ এবং পরিদর্শক একেএম কাওসারের তত্ত্বাবধানে জামাল-৪ জাহাজটি রাখা হয়েছে। দেশের তিনটি নদী বন্দরে জাহজগুলো অবস্থান করবে। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। চাঁদপুরে দুটি জাহাজ এবং পাটুরিয়া ঘাটে ১টি জাহাজ অবস্থান করছে।
জাহাজগুলো ছাড়ার আগে নৌ পুলিশের সদস্যসহ সকলের উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। সচেতনতা বৃদ্ধি, জীবানুনাশক দিয়ে নৌযানগুলো ভাইরাসমুক্ত করা ও স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত নিরাপদ রাখতে হবে। হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার এবং কেউ যেন ঘাট এলাকায় যত্রতত্র ঘুরে না বেড়াতে না পারেন এ বিষয়টিও নজরদারীতে থাকবে।
নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, জাহাজের পাশাপাশি স্থানীয়ভাবে নৌ পুলিশ স্টেশনের স্পীড বোটগুলো নিজস্ব জনবল নিয়ে কাজ করবে। এ সময় সবাই সামাজিক দূরত্ব মেনে চলবেন। বাইরে দায়িত্ব পালনের সময় অবশ্যই মাস্ক ও হাত মোজা ব্যবহার করবেন। করোনার সময় বড় বড় নৌযান বন্ধ থাকায় অনেকেই ছোট ছোট ট্রলারে করে নদী পারাপারে চেষ্টা করছেন। যারা নিয়ম ভেঙে নদীতে যাতায়াত করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2023 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics