• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৬:৩৫

মাদারীপুরে ঘন্টায় ২জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১৩

10 April, 2020 PM 3:29 ৭১৪ বার দেখা হয়েছে

মাদারীপুরের সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাস ১৩ জনের শরীরে পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ২জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার মধ্যে ৫জনের শরীরে নতুন করে আবারো দেখা দিয়েছে করোনা ভাইরাস। বর্তমানে জেলা সদর হাসপাতালের আইসোলিশনের রয়েছে ৯জন রোগী। এখন পর্যন্ত ৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, ঝুঁকি থাকায় শিবচর উপজেলাকে গত ১৯ মার্চ লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। বন্ধ করে দেয়া হয় উপজেলার সাথে গণপরিবহন। এছাড়া দুপুর ২টার পর ওষুধের ফার্মেসী ব্যতীত সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আইন অমান্যকারীদের জেলা-জরিমানাও করা হচ্ছে।

বর্ণ টিভি