• বুধবার ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং
  • সন্ধ্যা ৭:৪৪

করোনাভাইরাসের লক্ষণ সন্দেহে সোহরাওয়ার্দীতে ভর্তি রোগী মারা গেছেন

1 April, 2020 AM 1:38 ১৯০ বার দেখা হয়েছে

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন রোগী মারা গেছেন।

মৃত ব্যক্তিটি পুরুষ। বয়স পঞ্চাশের ঘরে। আজ মঙ্গলবার দুপুরেই সোহরাওয়ার্দী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তিনি মারা যান।

উত্তম বড়ুয়া বলেন, ওই রোগী প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কুর্মিটোলা ওই রোগীকে সোহরাওয়ার্দীতে পাঠিয়ে দেয়।

বর্ণ টিভি