ইরানে বিশ্ব কোরান প্রতিযোগীতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে খাদিজা
2 January, 2020 PM 8:13
২৮১ বার দেখা হয়েছে
ডেস্ক রিপোর্টঃ ২০২০ এ ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশী হাফেজা খাদিজাতুল ক্বুবরা নির্বাচিত হয়েছে৷ গত বছর তার বড় বোন ইরানী বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল।
তারা দুইজনই শায়েখ নেছার আহমাদ আন নাছিরী কতৃক পরিচালিত যাত্রাবাড়ী কাজলা সাইনবোর্ডে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মহিলা শাখার ছাত্রী।
তার আগে মহিলা শাখার ছাত্রী হাফেজা ফারিহা তাসনিম জর্দানে প্রথম হয়েছিল এবং রাফিয়া দুবাই বিজয়ী ও জর্দানে তৃতীয় হয়েছিল৷
খাদিজার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন তাদের মাধ্যমে বাংলাদেশের মেয়েদের কুরআন তিলাওয়াতের মানকে আরো এগিয়ে নিতে পারে, এবং সে ইরানে বিজয়ী হয়ে বাংলাদেশের শুনাম অর্জন করে দেশে ফিরতে পারে৷