• বৃহস্পতিবার ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • রাত ৮:১১

বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও বৈষম্য চান না প্রধানমন্ত্রী: নওফেল

২০ জানুয়ারি, ২০২৪ পূর্বাহ্ণ ৬:২৩ ২২৪ বার দেখা হয়েছে

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনও রকমের বৈষম্য চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তা হোক সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়। বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাকাডেমিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন—বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনও রকমের বৈষম্য থাকা উচিত নয়, সেটা প্রাইভেট হোক আর পাবলিক হোক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক চাকরির ক্ষেত্রে হোয়াইট কালার জবে যেতে পারছে। সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় পরিচালনায় ফ্যাকাল্টিদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তন করার কথাও বলেন মন্ত্রী।

বর্ণ টিভি