দিয়েগো ম্যারাডোনার ছেলে ম্যারাডোনা জুনিয়রের অভিযোগ, খুন করা হয়েছে তার বাবাকে। কে ম্যারাডোনাকে খুন করেছেন তা-ও নাকি জানেন জুনিয়র। ২০২০ সালের ২৫ নভেম্বর প্রয়াত হন ম্যারাডোনা। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তখন জানিয়েছিলেন চিকিৎসক। এতদিন পর খুনের অভিযোগ তুলেছেন তার ছেলে।
আলজাজিরা জানিয়েছে, সেই সময়ের ম্যারাডোনার চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে খুনের তদন্ত চলছে। আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। যদিও ম্যারাডোনার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বলছে যে, স্বাভাবিক মৃত্যু হয়েছে তার। ম্যারাডোনার ছেলে জানিয়েছেন, বাবার খুনিদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি।
জুনিয়র বলেন, ‘তদন্ত চলছে। আর্জেন্টিনার বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা আছে। ওরা আমার বাবাকে খুন করেছে। খুনির নাম বলা আমার কাজ নয়। কিন্তু আমি জানি কে খুন করেছে। দোষীর শাস্তি না হওয়া পর্যন্ত আমি লড়ব।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা জীবিত থাকার সময় বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনো নিজের ব্যক্তিগত জীবনের জন্য, আবার কখনো মাদক সেবনের জন্য খবরের শিরোনাম হয়েছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী ফুটবলার। এবার তার মৃত্যু নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
Copyright © 2024 বর্ণ টিভি | Design & Developed By: ZamZam Graphics